top of page

দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, আহত ৩০

নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল যাত্রীবাহী বাস। আহত কমপক্ষে ৩০ জন যাত্রী। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ যাত্রীদের ছেড়ে দেওয়া হলেও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন চার। আজ সকালে ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানগঞ্জ জাতীয় সড়কের ধারে।



স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে একটি যাত্রীবাহী বাস কলকাতা যাচ্ছিল। সকালে কালিয়াচকের সুলতানগঞ্জ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় বাসটি। তড়িঘড়ি আহত যাত্রীদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত চারজনকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। আহত এক যাত্রীর আত্মীয় দাবি করেছেন, অতিরিক্ত পণ্যপরিবহনের কারণে বাসের ওপরের অংশ বেশি ভারী হয়ে গিয়েছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।


[ আরও খবরঃ ১২ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page