ভোটাভুটিতে অপসারিত হলেন জেলাপরিষদের তিন কর্মাধ্যক্ষ
তলবি সভায় ৪৩-০ ভোটে অপসারিত হলেন জেলাপরিষদের তিন কর্মাধ্যক্ষ। আজ দুপুরে জেলাপরিষদের কনফারেন্স হলে এই তলবি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) বিশ্বজিৎ বারিক, তৃণমূলের বিধায়ক ও জেলাপরিষদ সদস্যরা।
মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী জানান, আজ জেলাপরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সরলা মুর্মু, বনভূমি কর্মাধ্যক্ষ পিংকি সরকার মাহাতো ও জনস্বাস্থ্য কারিগরি কর্মাধ্যক্ষ পায়েল খাতুনের বিরুদ্ধে তলবি সভা ছিল। এই তিন কর্মাধ্যক্ষ বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। তাই তাঁদের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছিল। ৪৩-০ ভোটে তিন কর্মাধ্যক্ষকে অপসারণ করা হয়।
বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানান, তাঁরা এই তলবি সভা বয়কট করেছেন। জেলাপরিষদের সভাধিপতি আসন ফাঁকা রেখে এভাবে অপসারণ করা যায় না।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות