top of page

উদ্ধার তিন লক্ষ টাকার জালনোট, ধৃত তিন

তিন লক্ষ টাকার জালনোট সহ তিন কারবারিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


3-lakh-rupees-counterfeit-notes-recovered-in-malda-three-seized
উদ্ধার হওয়া সমস্ত জালনোটগুলি ৫০০ টাকার

ধৃতদের নাম এসরাইল (৪৫), আনিকুল ইসলাম (২৩) ও ইউসুফ মিঞাঁ (১৭)। ধৃতরা কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা। উদ্ধার হওয়া সমস্ত জালনোটগুলি ৫০০ টাকার। উদ্ধার হওয়া জালনোটগুলি ধৃতরা কোথা থেকে কোথায় পাচার করার ছক কষেছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page