top of page

কচ্ছপের শুকনো চর্বি সহ গ্রেফতার ভিনরাজ্যের তিন

গোপন সূত্রে খবর পেয়ে ২৭০ কিলো কচ্ছপের শুকনো চর্বি সহ ভিনরাজ্যের তিন পাচারকারীকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷


কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সুরেশ (৩০), পাপ্পু (৪০) ও নাউওয়ালি (৬০)৷ ধৃতরা উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাম্পিরাগঞ্জ থানার বাসিন্দা৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, কাম্পিরাগঞ্জ এলাকা থেকে উদ্ধার হওয়া কচ্ছপের চর্বি সংগ্রহ করেছিল ধৃতরা৷ এই চর্বি বিদেশে পাচার করার পরিকল্পনা ছিল তাদের। তার আগে এই চর্বি কালিয়াচকের এক ব্যক্তির কাছে মজুত করার সিদ্ধান্ত নিয়েছিল তারা৷ সেই কাজেই তারা মালদায় এসেছিল। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page