Covid-19 জেলায় আক্রান্তের সংখ্যা পেরল একশোর গণ্ডি
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 25, 2020
- 1 min read
Updated: Sep 15, 2020
জেলায় মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২৪।
মালদার করোনা পরিস্থিতি মোটেও স্বস্তিদায়ক নয়। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ে হু হু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন ৩৬ জন। নতুন করোনা আক্রান্তদের যথাযথ চিকিৎসা শুরু হয়েছে৷ এই নতুন আক্রান্তদের মধ্যে কালিয়াচকের বাসিন্দা সর্বাধিক। সেখানে এক ও দুই নম্বর ব্লক মিলিয়ে মোট ১৭ জন আক্রান্ত। এছাড়া ইংরেজবাজার ব্লকে দু'জন এবং মানিকচক, পুরাতন মালদা, চাঁচল ও রতুয়াতে একজন করে আক্রান্ত।

লকডাউন ঘোষণার বেশ কিছুদিন পর গত ২৭ এপ্রিল প্রথম মালদায় করোনাভাইরাস থাবা বসায়। আক্রান্ত হয়েছিলেন মানিকচকের চৌকি মিরদাদপুরের নতুনটোলা এলাকার এক বাসিন্দা। এরপর ট্রেনে, বাসে, ট্রাকে এমনকি সাইকেলেও বহু পরিযায়ী শ্রমিক ফিরে আসে জেলায়। উল্লেখ্য, গতকাল পর্যন্ত আক্রান্তদের মধ্যে আটজন সুদূর উত্তরপ্রদেশ থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরেছিলেন।
Комментарии