পারিবারিক বিবাদের জেরে দুই বছরের পুত্রসন্তানকে খুনের অভিযোগ উঠল কাকু ও জেঠিমার বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মানিকচক থানার নাজিরপুর বেগমগঞ্জ এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিশ।
মৃত শিশুর নাম আদর্শ মণ্ডল, বয়স দুই। মৃত শিশুর বাবা নির্মল মণ্ডল ভিনরাজ্যে শ্রমিকের কাজে রয়েছেন। বাড়িতে শিশুর মা সুমিতা মণ্ডল দুই সন্তানকে নিয়ে থাকতেন। পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শিশুদের বাড়িতে রেখে ঘাস কাটতে জমিতে গিয়েছিলেন সুমিতাদেবী। সেই সময় বাড়িতেই ছিল দেওর রাজেশ মণ্ডল ও জা অর্চনা মণ্ডল। সুমিতাদেবী পরে বাড়ি ফিরে দেখেন তার দুই বছরের পুত্র সন্তানের মুখ থেকে রক্তপাত হচ্ছে। গলায় রয়েছে দাগ। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে পারিবারিক বিবাদের জেরে তাঁর শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে দেওর ও জা বলে অভিযোগ করেছেন সুমিতাদেবী। সুমিতাদেবী আরও জানান, আগেও ভাসুর তাঁকে মারধর করেছে। বিবাদের জেরেই তাঁর শিশুকে খুন (#ChildDeath) করা হয়েছে বলে অনুমান করছেন তিনি।
মানিকচক থানার পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
Komentarze