পাচারের আগেই ব্রাউন শুগার সহ গ্রেফতার দুই পাচারকারী
ফের ব্রাউন শুগার উদ্ধার মালদায়। পাচারের আগেই ব্রাউন শুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত দুই যুবকের নাম মলয় মণ্ডল এবং সৌরভ মণ্ডল। দুজনেরই বাড়ি কালিয়াচকে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ মহদীপুর এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী দুই যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় ২৬৩ গ্রাম ব্রাউন শুগার। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
[ আরও খবরঃ এশিয়া সেরা সুন্দরীর দৌড়ে মালদার মেয়ে মধুপর্ণা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários