বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণ, আহত ২ কিশোর
বল ভেবে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে আহত দুই কিশোর। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুলতানগঞ্জের একটি লিচু বাগানে। ঘটনাস্থল থেকে প্লাস্টিকের জার ভরতি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সুলতানগঞ্জ এলাকার একটি লিচু বাগানে দুই কিশোর কাঠ কুড়োতে গিয়েছিল। সেই সময় একটি বোমা পড়ে থাকতে দেখে সেটিকে বল ভেবে ছোঁড়ে। এরপরেই বোমাটি বিস্ফোরণ হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে আসেন লিচু বাগানে। আহত দুই কিশোরকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান স্থানীয়রা। এক কিশোরকে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হলেও অন্যজন সেখানে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় জার ভরতি বোমা।
কালিয়াচক থানার এক পুলিশ আধিকারিক জানান, এদিন সকালে দুই কিশোর কাঠ কুড়োতে গিয়েছিল। সেই সময় বল ভেবে খেলতে গিয়ে তারা আহত হয়েছে। খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডকে। কে বা কারা বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
[ আরও খবরঃ বাড়ি থেকে মিলল আগ্নেয়াস্ত্র, মজুতের কারণ খতিয়ে দেখছে পুলিশ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות