top of page

পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ, অস্ত্র সহ ধৃত ২ ডাকাত

ডাকাতির আগেই আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল চাঁচল থানার পুলিশ। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


ধৃতদের নাম মনসুর আলি (৪৩) ও মিজানুর হায়দর (২৬)। বাড়ি চাঁচল থানার ধানগাড়া অঞ্চলের সৌলমারি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে চাঁচলের সুতি সদরপুর এলাকার কাঁকরিয়া সেতুর নিচে শহরে বড়োসড়ো ডাকাতির উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল সাত-আট জনের এই ডাকাতদল। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশের একটি দল ডাকাতদলের গোপন ডেরায় হানা দেয়। ঘটনাস্থল থেকে বাকিরা পালিয়ে গেলেও দু’জন পুকুরে ঝাঁপ দিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায়। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ, ছুরি ও মোবাইল ফোন। ধৃতদের পাঁচদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।চাঁচল থানার পুলিশ আধিকারিক সুকুমার ঘোষ জানান, ডাকাতির উদ্দেশ্যে ওই ডাকাতদলের সদস্যরা জমায়েত হয়েছিল। ঘটনাস্থল থেকে দুই জনকে গ্রেফতার করা হয়। বাকিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতকদের খোঁজ পেতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Kommentare


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page