দুই পঞ্চায়েতে ৬৮ লক্ষের তছরুপের অভিযোগ মালদায়
রতুয়া-১ ব্লকের কাহাল গ্রামপঞ্চায়েত ও বাহারাল গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ উঠেছিল। দুর্নীতির অভিযোগে দুটি গ্রামপঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিডিও। পাশাপাশি ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত চালাচ্ছে জেলা প্রশাসনও।
উল্লেখ্য, কাহালা ও বাহারাল গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ৫১ লক্ষ ও ১৭ লক্ষ টাকা তছরুপের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মালদা জেলা প্রশাসন। প্রাথমিক তদন্তে দুর্নীতি বিষয়টি নিয়ে বেশ কিছু তথ্য উঠে আসায় দুই গ্রামপঞ্চায়েতের দু’জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। বরখাস্ত করা হয় রতুয়া-১ ব্লকের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টকেও। অবশেষে দুই গ্রামপঞ্চায়েতের কর্মীদের বিরুদ্ধে রতুয়া থানায় এফআইআর করলেন বিডিও।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ডেপুটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযোগের তদন্ত করছে জেলা প্রশাসনও। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
[ আরও খবরঃ প্রাতর্ভ্রমণকারীদের প্রচেষ্টায় বাড়ি ফিরলেন মানসিক ভারসাম্যহীন মহিলা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন