top of page

নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করায় পুরাতন মালদায় বহিষ্কার ২ নেতা

আগামী পুরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দুই জনকে দল থেকে বহিষ্কার করল বিজেপি। গতকাল রাতে সাংবাদিক বৈঠক ডেকে ওই দুই নেতাকে বহিষ্কার করে জেলা বিজেপি নেতৃত্ব।


পুরাতন মালদা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা ওই ওয়ার্ডের বিজেপি নেতা সুজিত বসুকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি পুরাতন মালদা শহর বিজেপির সম্পাদক গৌতম মণ্ডলের স্ত্রী মধুশ্রী মণ্ডল নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় গৌতমবাবুকেও বহিষ্কার করা হয়েছে।



উত্তর মালদার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত জানান,

দলে থেকে দল বিরোধী কাজের জন্য পুরাতন মালদা শহর বিজেপির সম্পাদক গৌতম মণ্ডল ও সংশ্লিষ্ট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তথা ওই ওয়ার্ডের বিজেপি নেতা সুজিত বসুকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিজেপি নেতা গৌতম মণ্ডল জানান, এই বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। এলাকার মানুষ আমার স্ত্রীকে সমর্থন করে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page