top of page

দুই কেজি ব্রাউন শুগার উদ্ধার, গ্রেফতার মণিপুরের বাসিন্দা

দুই কেজি ব্রাউন শুগার সহ তিনজনকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। ধৃতদের মধ্যে একজন মণিপুরের বাসিন্দা। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


বৃহস্পতিবার রাতে তথ্যের ভিত্তিতে কালিয়াচকের বালিয়াডাঙ্গা এবং মোথাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি ব্রাউন শুগার সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম সালেক খান, জাহিদুল শেখ ও ইকবাল খান। সালেক কালিয়াচকের বালিয়াডাঙা, জাহিদুল মোথাবাড়ির তৌফি এলাকার বাসিন্দা। ইকবালের বাড়ি মণিপুরের থুবাল এলাকায়।



পুলিশসুপার অলোক রাজোরিয়া জানান, উদ্ধার হওয়া ব্রাউন শুগারের আনুমানিক বাজার মূল্য ৪০-৫০ লক্ষ টাকা। এই ঘটনায় ধৃত তিনজন ছাড়া আরও কয়েকজনের নাম উঠে এসেছে। তবে এখনই সেই নাম প্রকাশ্যে আনা যাবে না। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page