top of page

কাশ্মীর থেকে ফিরিয়ে আনা হল গুলিবিদ্ধ ২ শ্রমিককে, চিকিৎসা শুরু মালদায়

অবশেষে জেলায় ফিরলেন কাশ্মীরে জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ মালদার দুই শ্রমিক। বর্তমানে তাঁরা মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। তাঁদের নিতে মালদা টাউন স্টেশনে যান মালতিপুরের বিধায়ক, আইএনটিটিইউসির জেলা সভাপতি সহ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান।


উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরে জঙ্গিদের হাতে গুলিবিদ্ধ হন আনিকুল ইসলাম (২৭) ও নাজেবুল আলম (১৯)। তাঁরা চাঁচল-২ ব্লকের চন্দ্রপাড়া ও জালালপুর গ্রামপঞ্চায়েতের বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তাঁরা বদগাম জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গুলিবিদ্ধ দুই শ্রমিকের পরিবারের লোকজন বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশির কাছে তাঁদের বাড়ি ফিরিয়ে আনার দাবি জানান। গতকাল বিমানে আহত দুই শ্রমিককে কলকাতায় ফিরিয়ে আনা হয়। আজ গৌড় এক্সপ্রেসে তাঁরা মালদায় এসে পৌঁছন।



রহিম বকশি জানান, পরিবারের লোকজন দুই গুলিবিদ্ধ শ্রমিককে রাজ্যে ফিরিয়ে এনে চিকিৎসার দাবি জানান। তিনি মুখ্যমন্ত্রীকে সেই দাবি তুলে ধরেন। রাজ্য সরকারের সাহায্যে দুই আহত শ্রমিককে জেলায় ফিরিয়ে আনা হয়েছে। আপাতত তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে শারীরিক পরীক্ষার পর চিকিৎসকরা অনুমতি দিলে তাঁদের বাড়িতে নিয়ে যাওয়া হবে।


[ আগের খবরঃ কাশ্মীরে কাজ করতে গিয়ে গুলিবিদ্ধ মালদার দুই শ্রমিক ]



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page