হাসপাতাল চত্বরে দুর্ঘটনা, আহত দিদা-নাতনি
হাসপাতাল চত্বরের মধ্যেই দুর্ঘটনায় আহত বৃদ্ধা ও শিশু। আজ সকালে ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে নাতনি সায়ন্তিকা মণ্ডলকে রোগীর সঙ্গে দেখা করতে মেডিকেল কলেজে আসেন হবিবপুরের বাসিন্দা রাধারানী মণ্ডল। হাসপাতালের রোগীর সঙ্গে দেখা করার সময়ের জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। অভিযোগ, সেই সময় একটি ছোটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা মারে। রাধারানীদেবী সহ আহত হন তাঁর পাঁচ বছরের নাতনিও। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের প্রাথমিক চিকিৎসা করান। স্থানীয়দের একাংশের অভিযোগ, কানে ফোন লাগিয়ে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটিয়েছে গাড়ির চালক।
[ আগের খবরঃ তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, আহত শাসকদলের আরেক মহিলা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments