পথে উলটে গেল টোটো, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা
top of page

পথে উলটে গেল টোটো, হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে হাই মাদ্রাসা বোর্ডের দুই পরীক্ষার্থী। আহত পরীক্ষার্থীদের জন্য হাসপাতালেই পরীক্ষার আয়োজন করা হয়।


কনুয়া হাই মাদ্রাসার ২০২২ শিক্ষাবর্ষের মাদ্রাসার বোর্ডের মাধ্যমিক পরীক্ষার্থী তানজিনা খাতুন ও রেণু খাতুন আজ টোটোয় চেপে পরীক্ষাকেন্দ্রের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে টোটো উলটে যায়। গুরুতরভাবে জখম হয় দুই পরীক্ষার্থী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের উদ্ধার করে চাঁচল সুপারস্পেশালিটি হাসপাতালে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য ও পুলিশ। হাসপাতালেই তাঁদের পরীক্ষার ব্যবস্থা করা হয়।



কনুয়া হাই মাদ্রাসা পরিচালন সমিতির সদস্য ফিরোজ চৌধুরি জানান, ঘটনার খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। হাসপাতালেই ওই দুই পরীক্ষার্থীর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। তবে পরীক্ষা দিতে তাদের রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে। দুই পরীক্ষার্থীর সাহায্যের জন্য পরিচালন কমিটি প্রস্তুত।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page