ইংরেজবাজারে চোরাই মোটরবাইক সহ ধৃত দুই
চোরাই মোটরবাইক সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের নাম কামাল হোসেন (২২) ও আরমান শেখ (২৩)। কামালের বাড়ি ইংরেজবাজার থানার যদুপুর এলাকায় ও আরমানের বাড়ি গোপালগঞ্জের সাহাবাজপুরে।
ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, বিগত কয়েক মাস আগে মালদা জেলার মেডিকেল কলেজ, জেলা আদালত সহ বিভিন্ন জায়গা থেকে মোটরবাইকগুলি চুরি হয়। এরপর পুলিশসুপার অলোক রাজোরিয়া নির্দেশে তদন্তে নেমে প্রথমে ইংরেজবাজার থানা এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরমানের নাম। শাহবাজপুর এলাকা থেকে আরমানকে গ্রেফতারের পাশাপাশি সেখান থেকে আটটি চোরাই মোটরবাইক উদ্ধার হয়। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Commentaires