top of page

হাতে আগ্নেয়াস্ত্র, গলায় কার্তুজের মালা, ছবি পোস্ট করে গ্রেফতার দুই

আগ্নেয়াস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে গ্রেফতার দুই যুবক। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ধৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ (২০) ও শিবশঙ্কর ঘোষ (১৯)। ধৃতরা ইংরেজবাজারের রামকেলি ও পিয়াসবাড়ি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবক সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে। ছবিতে দেখা যায় এক যুবকের হাতে একটি পাইপগান, আরেক যুবক গলার মালায় কার্তুজ ঝুলিয়ে রেখেছে। বিষয়টি নজরে আসতেই দুই যুবকের খোঁজ শুরু করে ইংরেজবাজার থানার পুলিশ। গতকাল রাতে দুই যুবককে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজ। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Σχόλια


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page