চোরাই মোটরবাইক চক্রের কিনারা পুলিশের
পুজোর আগে চোরাই মোটরবাইক চক্রের কিনারা করল ইংরেজবাজার থানার পুলিশ। এই চক্রের ১১ জন পাণ্ডার হেপাজত থেকে উদ্ধার হয়েছে ১৮টি চোরাই মোটরবাইক।
অতিরিক্ত পুলিশসুপার অমিতকুমার শাহ জানান, চোরাই মোটরবাইক উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করা হয়েছিল মালদা জেলাপুলিশের তরফে। সেই মতো জেলা জুড়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে এই চোরাই মোটরবাইক চক্রের ১১ জন পাণ্ডাকে গ্রেফতার করা হয়। ধৃতদের বেশিরভাগই কালিয়াচকের বাসিন্দা। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় ১৮টি মোটরবাইক। মূলত চুরি ছিনতাইয়ের কাজে ব্যবহার করা হতো এই মোটরবাইকগুলি। উদ্ধার হওয়া মোটরবাইকগুলি আসল মালিকের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments