আন্তঃরাজ্য টোটো এবং মোটর বাইক পাচার চক্রের সাত পাণ্ডাকে গ্রেফতার করল মালদা জেলা পুলিশ। উদ্ধার হয়েছে ৭টি টোটো এবং ৯টি মোটর বাইক। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে।
সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় কিছু চোরাই বাইক মজুত রেখেছিল দুষ্কৃতীরা
বৃহস্পতিবার সকালে মালদা ডিএসপি (হেড-কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ একটি সাংবাদিক বৈঠক করে জানান, পৃথকভাবে অভিযান চালিয়ে প্রথমে চুরি যাওয়া চারটি টোটো এবং পরবর্তীতে আরও তিনটি টোটো ইংরেজবাজার থানার পুলিশ উদ্ধার করেছে। পাশাপাশি বৈষ্ণবনগর থানার সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় কিছু চোরাই বাইক মজুত রেখেছিল দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ এবং মালদা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মোটরবাইকগুলি উদ্ধার করেছে। মালদা শহরের বাগবাড়ি এলাকার একটি গোপন আস্তানায় চুরি যাওয়া টোটোগুলি মজুত করেছিল পাচারচক্রের পাণ্ডারা। উদ্ধার হওয়া টোটোগুলি ঝাড়খণ্ডে ও মোটরবাইকগুলি সীমান্তের ওপারের পাচার করার পরিকল্পনা ছিল চোরাকারবারিদের বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বাড়ি ইংরেজবাজার কালিয়াচক থানা এলাকায়। এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
Comments