সার্ধশতবর্ষের কার্নিভাল শুরু পুরাতন মালদায়
top of page

সার্ধশতবর্ষের কার্নিভাল শুরু পুরাতন মালদায়

পুরাতন মালদা পুরসভার সার্ধশতবর্ষ পূর্তিতে চার দিন ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের সূচনা হল বৃহস্পতিবার। আজ পুরাতন মালদা পুরসভার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির আবক্ষ মূর্তিতে মাল্যদান করে পুরসভার পুরপ্রধান কার্তিক ঘোষ প্রদীপ প্রজ্বলন ও সাদা পায়রা উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করেন।



সার্ধশতবর্ষের এই শোভাযাত্রায় পা মেলান মালদার জেলাশাসক রাজর্ষি মিত্র। উপস্থিত ছিলেন মালদা থানার আইসি শান্তিনাথ পাঁজা এবং পুরসভার কাউন্সিলররা। এদিনের শোভাযাত্রায় বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব, ছাড়াও অংশ নেয় পুরুলিয়ার ছৌ নৃত্য, উত্তর ২৪ পরগনার ডান্ডিয়া নাচ, আসামের বিহু নাচ, ও পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা শিল্পীরা। এই বর্ণাঢ্য শোভাযাত্রা পুরাতন মালদা শহর পরিক্রমা করে মঙ্গলবাড়ি চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। সার্ধশতবর্ষ উপলক্ষ্যে আগামী চার দিন ব্যাপী কার্নিভালে জেলার সমস্ত জনসাধারণকে আমন্ত্রণ জানান পুরাতন মালদা পুরসভার পুরপ্রধান কার্তিক ঘোষ।



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page