পাচারের আগেই ফরাক্কা এক্সপ্রেস থেকে উদ্ধার ১৩৮টি কচ্ছপ
- আমাদের মালদা ডিজিট্যাল

- Aug 18
- 1 min read
পাচারের আগেই ১৩৮টি কচ্ছপ উদ্ধার করল মালদা টাউন আরপিএফ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে উত্তরপ্রদেশের দশ কারবারীকে। ধৃতদের মধ্যে সাতজন মহিলা। উদ্ধার হওয়া কচ্ছপ ও ধৃতদের বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা উদ্ধার হওয়া কচ্ছপগুলি উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে ফরাক্কা এক্সপ্রেসে মালদায় নিয়ে আসছিল। ট্রেনের এস-৪ কামরা থেকে ৪৫টি পোটলা থেকে থেকে উদ্ধার হয় মোট ১৩৮টি কচ্ছপ। তারমধ্যে ৮টি কচ্ছপের মৃত্যু হয়েছে।

বন দপ্তরের মালদা রেঞ্জের আধিকারিক সরস্বতী বিশ্বাস জানান, আরপিএফ আধিকারিকদের থেকে জানতে পেরেছি, ফরাক্কা এক্সপ্রেস থেকে প্রচুর কচ্ছপ উদ্ধার হয়েছে। তারমধ্যে ৮টি কচ্ছপের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপগুলি প্রায় দেড় কেজি থেকে ৪৭ কেজি ওজনের। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। নিজেদের হেপাজতে নিয়ে আমরা কচ্ছপগুলির মেডিকেল চেক-আপ করব। পরে আদালতের অনুমতি নিয়ে উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে নির্দিষ্ট স্থানে ছেড়ে দেওয়া হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments