top of page

টেট জটিলতায় মেলেনি নিয়োগপত্র, বিক্ষোভ শহরে

রাজ্যজুড়ে এক হাজার ২০০ জন প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় (টেট) পাশ করেছেন। এরপর তাঁদের সম্পূর্ণ হয়েছে ডিএলএড অর্থাৎ শিক্ষকতার প্রশিক্ষণ। অবিলম্বে স্কুলে নিয়োগের দাবিতে এদিন জেলাশাসকের কাছে ডেপুটেশন দিল প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্যমঞ্চ।



আজ চাকরি প্রার্থীরা মালদা শহরের টাউন হল থেকে একটি মিছিল বের করেন। হাতে প্ল্যাকার্ড এবং স্লোগান দিতে দিতে চাকরি প্রার্থীরা জেলা প্রশাসনিকভবনের সামনে জমায়েত করে অবস্থান বিক্ষোভ করে। পরে তারা জেলাশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন। এক চাকরি প্রার্থী বলেন, অবিলম্বে শিক্ষামন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী তাঁদের চাকরির নিয়োগপত্র দিতে হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page