top of page

ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১২টি বাড়ি

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই অন্তত ১২টি বাড়ি। আজ সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েত এলাকায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাহায্যের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


ভালুকা গ্রাম পঞ্চায়েতের হাতিছাপা গ্রামে পরিযায়ী শ্রমিকদের বসবাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ একটি বাড়ির রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমেষে সেই আগুন ছড়িয়ে পড়ে আশে পাশের বাড়িতে। আগুনের তীব্রতায় কোনোমতে পালিয়ে প্রাণ বাঁচান পরিবারগুলি। দমকলে খবর দেওযার পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের একটি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দাদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



স্থানীয় বাসিন্দা রহমতুল্লা আলম জানান, আগুনে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে৷ ক্ষতিগ্রস্তদের সকলেই পরিযায়ী শ্রমিক। সমস্ত কিছু হারিয়ে পরিবারগুলি বাঁধের উপর আশ্রয় নিয়েছে৷ প্রশাসনের কাছে পরিবারগুলিকে সাহায্যের দাবি জানাচ্ছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page