top of page

সীমান্ত এলাকায় উদ্ধার ১১টি বল বোমা, ঘটনাস্থলে বম্বস্কোয়াড

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে ১১টি তাজা বোমা উদ্ধার। উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে বম্ব স্কোয়াড। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।


বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভীরা মোহনপুর এলাকায় খড়ের গাদায় একটি লুকোনো ব্যাগ নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ১১টি বল বোমা দেখতে পান পুলিশকর্মীরা। বোমার হদিশ মিলতেই পুরো এলাকার সিল করে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে বম্ব স্কোয়াড।


11-ball-bombs-recovered-in-border-area-bomb-squad-on-spot


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page