top of page

পুজোর আগেই ১০৪টি সিসি ক্যামেরা মালদা শহরে

পুজোর আগে সিসি ক্যামেরার মুড়তে চলেছে মালদা শহর। ইতিমধ্যে মালদা শহরে ৮০টি ক্যামেরা বসানো হয়েছে। শহর জুড়ে মোট ১০৪টি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে জেলা পুলিশের। এতে পুজোর আগে যেমন অপরাধ কমবে, তেমনই সাধারণ মানুষের নিরাপত্ত অনেক বাড়বে বলে দাবি করেছেন পুলিশ আধিকারিকরা।


মঙ্গলবার দুপুরে ইংরেজবাজার থানায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সিসি টিভি কন্ট্রোল রুম, মালখানা এবং প্রতীক্ষালয়ের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি রাজেশকুমার যাদব। উপস্থিত ছিলেন মালদা রেঞ্জের ডিআইজি সুদীপ সরকার, পুলিশসুপার প্রদীপকুমার যাদব, জেলাশাসক নীতিন সিংহানিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা।



আইজি জানান, জেলা জুড়ে মোট ৫৫০টি সিসি ক্যামেরা বসানো হচ্ছে। শুধুমাত্র মালদা শহরে থাকছে ১০৪টি ক্যামেরা। ইতিমধ্যে শহরে ৮০টি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। বসানো হয়েছে দুটি এএনপিআর ক্যামেরাও। এই ক্যামেরা দিয়ে গাড়ির নম্বর প্লেট ট্রেস করা যাবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে দ্রুত জরুরি বার্তা পৌঁছে দিতে ১০টি সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হচ্ছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page