top of page

একশো দিনের কাজে স্বজনপোষণের অভিযোগ

একশো দিনের কাজে নাম নথিভুক্ত হচ্ছে না তৃণমূল সমর্থিত শ্রমিকদের। শুধুমাত্র কাজ দেওয়া হচ্ছে কংগ্রেসের শ্রমিকদের। এমনই অভিযোগ উঠল চাঁচল-১ ব্লকের মকদমপুর গ্রামপঞ্চায়েত সংলগ্ন এলাকায়।


গ্রামপঞ্চায়েতের অধীনে চলছে একশো দিনের পুকুরের খননের কাজ। অভিযোগ, কাজে নাম নথিভুক্ত হচ্ছে কংগ্রেস সমর্থিত শ্রমিকদের। কাজ চাইতে গেলে ফিরিয়ে দেওয়া হচ্ছে তৃণমূল সমর্থিত শ্রমিকদের। এরপরেই গ্রামপঞ্চায়েতের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টাঙরিয়া পাড়া এলাকার তৃণমূল সমর্থিত শ্রমিকেরা কাজ চাইতে গেলে তাঁদেরকে ঘুরিয়ে দিচ্ছেন মকদমপুর গ্রামপঞ্চায়েতের ট‍্যাঙরিয়া পাড়া গ্রামের কংগ্রেসের মেম্বার হালিমা বিবির স্বামী জাহাঙ্গীর আলম। গত বিধানসভা নির্বাচনকে তাঁরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন এই সন্দেহে তাঁদের কাজ দেওয়া হচ্ছে না। বাধ্য হয়ে তাঁরা বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন।


সার্জুনা বিবি বলেন, লকডাউনে স্বামী কর্মহীনতায় ভুগছে। গ্রামে একশো দিনের কাজ শুরু হয়েছে। জবকার্ড থাকা সত্ত্বেও আমরা কাজ পাচ্ছি না। কাজ চাইতে গেলে ফেরত পাঠিয়ে দিচ্ছেন পঞ্চায়েত সদস্যের স্বামী। ওনার দাবি, আমরা নাকি তৃণমূলকে ভোট দিয়েছি তাই আমাদের কাজ দেওয়া হবে না।



অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর আলম জানান, শ্রমিকদের মধ্যে মহিলাদেরসংখ্যা বেশি থাকলে কাজ এগোবে না। তবে মহিলাদেরও কাজে নিয়োগ করা হয়েছে। সবদলের মানুষই কাজ পেয়েছে।


চাঁচল ১ ব্লকের বিডিও সমীরণ ভট্টাচার্য বলেন, শ্রমিকদের অভিযোগ পেয়েছি। স্বজনপোষনের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page