top of page

গৌড়বঙ্গে চালু হচ্ছে ট্যুরিজম, অ্যানিমেশন সহ ১০টি নতুন বিভাগ

  • Nov 15, 2019
  • 1 min read

Updated: Sep 17, 2020

খুব শীঘ্রই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে পারে ১০টি নতুন বিভাগ। ইতিমধ্যেই নতুন বিভাগ চালুর প্রস্তাব রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে। পাশাপাশি এমবিএ-র পাঠক্রম চালুর চেষ্টা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে।


ree

এমবিএ-র পাঠক্রম চালুর চেষ্টা করা হচ্ছে বলে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে


গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৩টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। আরও ১০টি বিভাগ বিশ্ববিদ্যালয়ে শুরু করতে ইতিমধ্যে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বিষয়গুলি হল ট্যুরিজম অ্যান্ড হসপিটালটি ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড প্র্যাকটিস, ফ্লোরিকালচার, অ্যাগ্রো বিজ়নেস অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়ো পেস্টিসাইডস, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড সফট্ স্কিল ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট ও প্যারা মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, ফিসারিজ অ্যান্ড অ্যাকুয়া কালচার, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি এবং অ্যানিমেশন সায়েন্স৷এই বিভাগগুলি বিশ্ববিদ্যালয়ে শুরু হলে লাভবান হবেন গৌড়বঙ্গের সমস্ত বেকার যুবক যুবতিরা। এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায়। মালদায় আমের উৎপাদন বেশ ভালো ৷ আম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ ইতিমধ্যে একটি থিসিস করছে। এই বিষয়গুলি বিশ্ববিদ্যালয়ে শুরু হলে গৌড়বঙ্গের মান অনেকগুণ বেড়ে যাবে।


প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page