বরযাত্রী বোঝাই বাসের ধাক্কা লরির সাথে, মৃত এক জখম ১০
- আমাদের মালদা ডিজিট্যাল
- Feb 27, 2020
- 1 min read
Updated: Aug 11, 2020
খড়গপুর থেকে বিহারের পূর্ণিয়া যাচ্ছিল একটি বরযাত্রী বোঝাই বাস। দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই গাড়ি। মৃত এক, আহত ১০ জন। ঘটনাটি ঘটেছে আজ ভোররাতে ইংরেজবাজার থানার যদুপুর এলাকায়।
ভোররাতে যদুপুর এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিকে পেছন থেকে ধাক্কা মারে বাসটি। ঘটনায় জখম হন বাসের যাত্রীরা। তাঁদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। বাকি ১০ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
Comments