ক্লাবে জুয়ার আসর, ৪০ হাজার টাকা সহ ধৃত ১০
দীর্ঘদিন ধরেই ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন একটি ক্লাবে বেআইনি সাট্টা এবং জুয়ার আসর চলার অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয় ৪০ হাজার টাকার বোর্ডমানি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের ইমামবাড়ি লেন এলাকায় একটি ক্লাবের আড়ালে বেআইনি জুয়ার আসর চলছিল। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছিল। তবে জুয়ারিদের মুখোমুখি হয়ে প্রতিবাদের সাহস দেখাতে পারেননি কেউই। অবশেষে গোপনে পুলিশে খবর দেওয়া হয়। এরপরেই ওই ক্লাবে হানা দেয় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশের অনুমান, প্রতিদিন কয়েক লক্ষ টাকার জুয়া খেলা হত ওই ক্লাবে। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটার সহ নানা সামগ্রী। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments