top of page

চাঁচলে ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ড যোগ, ধৃত আরও ১

চাঁচলের সোনার দোকানে ডাকাতির ঘটনায় ঝাড়খণ্ড যোগ মিলল। ইতিমধ্যে ঝাড়খণ্ডের এক যুবককে গ্রেফতার করেছে চাঁচল থানার পুলিশ। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বড়োদিনে চাঁচলের একটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি হয়। লুঠ করে গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে ঝাড়খণ্ডের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছিল। অবশেষে সেই আশঙ্কা সত্যি হল। এঘটনায় জড়িত থাকার অভিযোগ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার জিরওয়াবাড়ি থানার লোহাণ্ডা এলাকা থেকে গ্রেফতার করা হয় যোগী দাসকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত যুবকের ডাকাতির ঘটনায় জড়িত থাকার বিষয় স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।জেরা করে এই ঘটনার মূল পাণ্ডাদের সম্পর্কে আরও তথ্য পেতে ধৃতকে আজ ১৪ দিনের পুলিশি হেপাজতের আবেদনে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page