সিভিকের চাকরির নামে প্রতারণা, মঙ্গলবাড়িতে ধৃত ১
top of page

সিভিকের চাকরির নামে প্রতারণা, মঙ্গলবাড়িতে ধৃত ১

সিভিক ভলান্টিয়ার পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃত যুবককে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদা ব্লকের সাহাপুর গ্রামপঞ্চায়েতের সেতু মোড় এলাকায় একটি কম্পিউটার সেন্টার রয়েছে। অভিযোগ, সেখান থেকেই বিভিন্ন ধরনের কর্মসংস্থানের প্রচার সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছিল। তার মধ্যে ছিল সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগের কথাও। রাজ্যের প্রতিটি জেলায় কতজন করে সিভিক ভলান্টিয়ার নেওয়া হবে, তারও তথ্য সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হয়। টাকার বিনিময়ে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করার কথোপকথনের রেকর্ডিং পুলিশের হাতে আসতেই নড়েচড়ে বসে মালদা থানার পুলিশ। ঘটনার তদন্তে নেমে সোমবার রাতে মঙ্গলবাড়ির শিবরামপল্লি এলাকা থেকে সুমন গুপ্ত নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page