top of page

ছাত্রীর ওপর হামলার ঘটনায় ধৃত যুবক

অষ্টম শ্রেণির ছাত্রীর গলা কেটে খুনের চেষ্টার অভিযোগে মূল অভিযুক্ত যুবক উজ্জ্বল মণ্ডলকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। ধৃতকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। ধৃত জানিয়েছে, ওই ছাত্রী তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিন্ন করতে চাইছিল, সেই কারণে ভয় দেখাতে এই কাজ করেছে সে।


উল্লেখ্য, গতকাল দুপুরে দিদি-বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিল সুদীপা স্বর্ণকার। সেই সময় উজ্জ্বল মণ্ডল নামে এক যুবক ছুরি দিয়ে সুদীপার গলা কেটে দেয়। গতকাল রাতে পুলিশ উজ্জ্বলকে গ্রেফতার করে। আজ ধৃতকে পুলিশি হেপাজতের আবেদনে ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


ree

আদালতে যাওয়ার পথে উজ্জ্বল জানিয়েছে, একসঙ্গে দু’জনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সুদীপার। বিষয়টি জেনে ফেলায় সুদীপা উজ্জ্বলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছিল। তা মানতে পারেনি উজ্জ্বল। তাই ভয় দেখানোর চেষ্টা করেছিল সে। যদি সে সুদীপাকে প্রাণে মারতে চাইত তবে সে স্টিলের চাকুর বদলে লোহার চাকু ব্যবহার করত।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page