স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা স্ত্রী সহ প্রেমিকের
top of page

স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন সাজা স্ত্রী সহ প্রেমিকের

প্রেমিকের সঙ্গে যোগসাজশে স্বামীকে খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেন স্ত্রী সহ প্রেমিক। বৃহস্পতিবার অ্যাডিশনাল সেশন চতুর্থ আদালতে এই রায় ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


Woman lover gets life term for killing husband

সরকারি আইনজীবী মহম্মদ ইকবাল আলম আফজা জানান, ২০১৬ সালের ১৫ অগস্ট পুরাতন মালদার গুণগাঁও গ্রামে গভীর রাতে খুন হন জানু রাজবংশী (৩৫) নামে এক যুবক। ঘুমন্ত অবস্থায় মাথায় শাবল দিয়ে আঘাত করে এবং মুখে বালিশ চাপা দিয়ে তাঁকে খুন করা হয়। প্রমাণ লোপাটের চেষ্টায় মোটর সাইকেল সহ জানুর মৃতদেহ ফেলে আসা হয় জাতীয় সড়কের ধারে। পরদিন পুলিশ মৃতদেহ উদ্ধার করে একটি দুর্ঘটনার মামলা দায়ের করে। কিন্তু ময়নাতদন্তে উঠে আসে জানুকে খুন করা হয়েছে। এরপরেই তদন্তে নামে পুলিশ। প্রকাশ্যে আসে জানুর স্ত্রী আফিকা রাজবংশীর অবৈধ প্রেমের ঘটনা। প্রথমে গ্রেফতার করা হয় আফিকার প্রেমিক সঞ্জয় রাজবংশীকে। পরে গ্রেফতার করা হয় স্ত্রী আফিকাকে। আইপিসি ৩০২, ২০১ ও ৩৪ ধারায় শুরু হয় মামলা। দীর্ঘ তিন বছর পর ১৭ জনের সাক্ষীর সাক্ষ্যদানের পর বুধবার সঞ্জয় ও আফিকাকে দোষী সাব্যস্ত করেন বিচারক ভবানীশংকর শর্মা। বৃহস্পতিবার অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক।

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page