রাতে 'কুপিয়ে' খুন হলেন দু’জন, মোতায়েন বিশাল পুলিশবাহিনী
top of page

রাতে 'কুপিয়ে' খুন হলেন দু’জন, মোতায়েন বিশাল পুলিশবাহিনী

গতকাল রাতে মাছের ধরার জালকে কেন্দ্র করে বিবাদের জেরে দুই গ্রামবাসীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রামপঞ্চায়েতের পার্বত্যা গ্রামে৷ রাতের এই ঘটনার পর উত্তেজনা চরমে উঠে গ্রামে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে সেখানে।


Two villagers were hacked to death due to a dispute over fishing net


মৃত দুই গ্রামবাসীর নাম ফুলচাঁদ ঘোষ (৩২) ও অর্জুন ঘোষ (৩০)৷ পেশায় দু’জনেই দুধ ব্যবসায়ী৷ আহত হয়েছেন ভীম ঘোষ নামে আরও এক স্থানীয় বাসিন্দা৷ পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে পার্বত্যা গ্রামের এক পুকুরে ছোটো জাল ভাসতে দেখা যায়। সেই জাল অন্য পুকুরে ফেলে মাছ ধরছিলেন ফুলচাঁদ, অর্জুন সহ আরও কয়েকজন৷ এরপর সেখানে উপস্থিত হয়ে গ্রামেরই দুই বাসিন্দা রাজেশ ও মদন জালটি নিজেদের বলে দাবি করে৷ দু’পক্ষের মধ্যে বচসা ও মারধর শুরু হয়৷ এইসময় অস্ত্র দিয়েও জখম করা হয়৷ ততক্ষণে রাত হয়ে যাওয়ায় ফুলচাঁদরা গ্রামের একটি ওষুধের দোকানে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিল৷ রাস্তায় ফুলচাঁদ ও অর্জুনের উপর বিপক্ষ গোষ্ঠীর লোকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামের মানুষজন৷ বেশ কিছু সময় পর সেখানে যায় ইংরেজবাজার থানার পুলিশ৷ পুলিশকর্মীরাই আশঙ্কাজনক অবস্থায় সবাইকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসেন৷ সেখানে ফুলচাঁদ ও অর্জুনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷ এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে৷ তার মধ্যে ভীম ঘোষের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে৷

মৃতদের এক আত্মীয় জানান, এই সময়ের টানা বৃষ্টিতে গ্রামের সব পুকুর ভেসে গিয়েছে৷ গতকাল বিকেলে আমরা সবাই মাছ ধরতে গিয়েছিলাম৷ একটি পুকুরে জাল লাগানো আছে দেখে আমরা সেই জাল নিয়ে মাছ ধরছিলাম৷ সেইসময় যার জাল সে আমাদের প্রশ্ন করে৷ আমরা বলি, মাছ ধরার জন্য জাল নিয়েছি৷ সকালে জাল ফেরত দিয়ে দেব৷ অথবা যত দাম লাগে, তা মিটিয়ে দেব৷ আমরা জাল নিয়ে চলে আসার সময় তার মালিক জাল ফেরত দিতে বলে৷ আমরা জাল তাকে ফেরতও দিয়ে দিই৷ সেই সময় সে আমার মামাকে মারে৷ তির দিয়ে জখমও করে৷ রাত হয়ে গেছে দেখে, কিছু না বলে আমরা গ্রামে ফিরে আসি৷ ভেবেছিলাম, যা হওয়ার সকালে হবে৷ আমরা যখন বাড়ি ফিরেছি, তখন রাস্তা দিয়ে ঘরে ফিরছিল কাকারা৷ সেই সময় রাস্তাতেই তাদের উপর তির, হাঁসুয়া, ভোজালির মতো ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়৷ হামলায় আমার এক মামা ও এক কাকা মারা গিয়েছে৷ তাদের নাম ফুলচাঁদ ঘোষ ও অর্জুন ঘোষ৷ এই ঘটনায় জড়িত রয়েছে রাজেশ রায়, নিমাই রায়, বলাই রায়, মদন ঘোষ, রবি ঘোষ সহ আরও কয়েকজন৷




আজ রাজেশ, নিমাই সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে৷ ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ পার্বত্যা গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷ তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত কোনও পুলিশকর্তা মন্তব্য করে নি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page