বেপরোয়া অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই, জখম চার
হবিবপুর থেকে মালদা শহরে ঢোকার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে পর পর তিন জায়গায় ধাক্কা অ্যাম্বুলেন্সের। অ্যাম্বুলেন্সের ধাক্কায় মৃত দুই আহত চার। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবাহী অটোতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মৃতদের নাম রূপম সাহা (২৩) ও সাইদুল সেখ (৩৫)। গুরুতর আহত হয় আরও দু’জন। স্থানীয়দের অভিযোগ, অ্যাম্বুলেন্সের চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সটি আরও দুই জায়গায় ধাক্কা মেরে এসেছে।
মালদা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর থেকেই পলাতক ওই অ্যাম্বুলেন্স চালক। দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আরও চারজন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments