top of page

পাচারের আগেই ২১ লক্ষ টাকার জালনোট সহ ধৃত দুই

২১ লক্ষ টাকার জালনোট সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল চাস্ক ফোর্স। ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বৈষ্ণবনগর থানার অন্তর্গত পিটিএস মোড়ে থানা দেয়। তথ্য অনুযায়ী ওই এলাকায় দু’জনকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন অফিসাররা। জেরায় সদুত্তর না মেলায় তল্লাশি চালাতেই দুই ব্যক্তির হেপাজত থেকে উদ্ধার হয় ২০ লক্ষ ৮৭ হাজার টাকার জালনোট। দুটি ব্যাগ থেকে ৫০০ টাকার মোট ৪১৭৪টি জালনোট উদ্ধার করেছে এসটিএফ। গ্রেপ্তার করা হয় ওই দুই ব্যক্তিকে।


ধৃতদের নাম হজরত বেলাল (২৪) ওরফে মাসুদ এবং তরিকুল ইসলাম (২৫)৷ মাসুদের বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকাতেই। তারিকুল কালিয়াচক থানা এলাকার বাসিন্দা। প্রাথমিক জেরায় এসটিএফ জানতে পারে, বাংলাদেশ থেকেই উদ্ধার হওয়া জালনোট সংগ্রহ করেছিল ধৃতরা।


ree

নির্দিষ্ট ধারায় মামলা রুজ করে ধৃতদের বৈষ্ণবনগর থানার পুলিশ হাতে তুলে দিয়েছে স্পেশাল টাস্ক ফোর্স। বুধবার ধৃতদের ১০ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণবনগর থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page