কালো টাকা ফেরানোর দাবিতে পথে নামল তৃণমূল
কালো টাকা ফেরানোর দাবিতে পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বিকেলে নারায়ণপুর বিএসএফ মোড় থেকে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে নেতৃত্ব দেন পুরাতন মালদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জহর ঘোষ। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল মাইতি সহ ৬ টি অঞ্চলের তৃণমূলের জনপ্রতিনিধি ও তৃণমূল কর্মীরা।
এই মিছিল নারায়ণপুর বিএসএফ মোড় থেকে শুরু করে পুর এলাকা পরিক্রমা করে ব্লক গেটে শেষ হয়। মিছিল শেষে একটি পথসভায় কালো টাকা ফেরানোর দাবি তোলে নেতৃত্বরা।
তৃণমূল নেতৃত্ব জানায়, মোদী সরকার জনসাধারণকে ভাঁওতা দিয়েছিলেন। প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়া হবে। সেই টাকা এখনও কেউ পায়নি। বিদেশ থেকে কালো টাকা দেশে ফেরানোর কথা বলেছিল বিজেপির সরকার। সেই টাকাও ফেরত আসেনি। তারই প্রতিবাদে তাঁদের এই আন্দোলন।
Comments