দুই মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের স্থানান্তরিত করা হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গাজোলের আলাল গ্রামপঞ্চায়েতের জোড়গাছি এলাকায়।
আহত দুই যুবকের নাম শিবশংকর সরকার (২৩) ও তারিক আনোয়ার (২৩)। শিবের বাড়ি গাজোল থানার পাহাড়িভিটা এলাকায় এবং তারিক গোপালপাড়া এলাকার বাসিন্দা। ঘটনায় আহত হয়েছে লোকনাথ সরকার (১৬) নামে এক কিশোরও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিব ও লোকনাথ মোটরবাইকে তেল ভরে বাড়ির ফেরার জন্য পাম্প থেকে বের হচ্ছিলেন। সেই সময় বাইকে করে আসছিলেন তারিক আনোয়ার। হঠাৎ দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর জখম হন শিব ও তারিক। খানিকটা চোট লাগে লোকনাথেরও। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের গাজোল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসকরা শিব ও তারিককে মালদা মেডিকেলে স্থানান্তরিত করেন। এদিকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজোল থানার পুলিশ। মোটরবাইক দুটি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
[ আরও খবরঃ সেঞ্চুরি পেট্রোলের, প্রতিবাদে রাস্তায় তৃণমূল ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios