জোড়া অভিযানে ৭৯০টি কচ্ছপ উদ্ধার আরপিএফের
- আমাদের মালদা ডিজিট্যাল

- 13 minutes ago
- 1 min read
জোড়া অভিযানে ৭৯০টি কচ্ছপ উদ্ধার করল মালদা টাউন আরপিএফ। গত শুক্রবার বারহাবরা স্টেশন ও মালদা টাউন স্টেশন থেকে কচ্ছপ পাচার যোগে তিন মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া কচ্ছপ ও ধৃতদের বন দপ্তরের হাতে তুলে দিয়েছে আরপিএফ কর্তৃপক্ষ।
মালদা রেলওয়ে ডিভিশনের তরফে জানানো হয়েছে, গতকাল আরপিএফের কাছে ভাটিণ্ডা-বালুরঘাট ফরাক্কা এক্সপ্রেসে বিপুল পরিমাণ কচ্ছপ পাচারের চেষ্টার খবর আসে। তথ্যের ভিত্তিতে বারহাবরা স্টেশনে ট্রেন পৌঁছতেই এস-ওয়ান কোচে হানা দেন জওয়ানরা। দুই মহিলা ও এক পুরুষের হেফাজতে থাকা ১৮ টি বস্তা থেকে উদ্ধার হয় ৬৬২টি জীবন্ত কচ্ছপ। গ্রেপ্তার করা হয় ওই তিনজনকে। পরে আরপিএফের তরফে উদ্ধার হওয়া কচ্ছপ ও ধৃতদের সাহেবগঞ্জ বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।

অন্যদিকে, কিউল-মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেসে পাঁচটি ভারী বস্তা সহ এক মহিলাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১২৮টি জীবন্ত কচ্ছপ। বনদপ্তরের আধিকারিকরা উদ্ধার হওয়া কচ্ছপ সহ ধৃত মহিলাকে নিজেদের হেফাজতে নেয়। দুটি ঘটনায় ধৃত চারজনই উত্তরপ্রদেশের বাসিন্দা। দুটি ঘটনায় ধৃতদের শনিবার সংশ্লিষ্ট আদালতে পেশ করা হয়েছে।
মালদা ডিভিশনের রেলওয়ে ম্যানেজার মনীশ কুমার গুপ্ত জানান, অপারেশন উইলিপের অধীনে আরপিএফ কর্তৃপক্ষ জোড়া অভিযানে ৭৯০ টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করেছে। দুটি ঘটনায় তিন মহিলা সহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments