ফের কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার এক
- আমাদের মালদা ডিজিট্যাল

- 2 minutes ago
- 1 min read
এক কোটি টাকার ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শুক্রবার ধৃতকে পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃত কারবারীর নাম আবদুল মাজেদ (১৯)। বাড়ি কালিয়াচকের হারুচক এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে রথবাড়ি এলাকা থেকে ১ কেজি ব্রাউন সুগার সহ ওই যুবককে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, ধৃত যুবক উদ্ধার হওয়া ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্যে কালিয়াচক থেকে নিয়ে এসেছিল। এই কারবারের সঙ্গে আর কে কে জড়িত রয়েছে, ধৃত যুবক উদ্ধার হওয়া ব্রাউন সুগার কাকে সাপ্লাই দিত তা জানতে ধৃতকে পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

উল্লেখ্য, গত পরশুদিনই গাজোল থেকে প্রায় দেড় কেজি ব্রাউন সুগার সহ এক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছিল। একের পর এক মাদক উদ্ধারের ঘটনায় মাদক পাচার চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে বলে অনুমান করছেন জেলা পুলিশের একাংশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন













Comments