মাছ ধরার জাল ভাঙা রাস্তায় ফেলে অভিনব প্রতিবাদ
top of page

মাছ ধরার জাল ভাঙা রাস্তায় ফেলে অভিনব প্রতিবাদ

বেহাল রাস্তা মেরামতি করতে হবে। এই দাবিতে রাস্তায় জাল ফেলে অবরোধ করল পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের মহিষবাথানীর ক্ষুব্ধ বাসিন্দারা৷ অবরোধের জেরে ভাবুক গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পোপরা-রানীগঞ্জ সড়কে যানজটের সৃষ্টি হয়৷ ঘটনাস্থলে মালদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে পোপরা-রানীগঞ্জ সড়ক৷ সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে রাস্তায়৷ দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা এই রাস্তা মেরামতির দাবি জানাচ্ছিলেন৷ তিন মাস আগে রাস্তার অনুমোদন মিললেও ঠিকাদার সংস্থার বেপরোয়ায় রাস্তার কাজ এখনও শুরু হয়নি৷ বাধ্য হয়েই আজ স্থানীয় বাসিন্দারা অভিনব কায়দায় পথ অবরোধ করে৷ রাস্তার উপর জমা জলে মাছ ধরার জাল ফেলে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মালদা থানার পুলিশ৷ পরিস্থিতি সামাল না দিতে পেরে মালদা থানার পুলিশ ওই ঠিকাদার সংস্থার কর্তৃপক্ষকে ঘটনাস্থলে ডেকে আনেন। তাঁদের সাথে গ্রামবাসীদের কথা হয়৷ শেষে ঠিকাদার সংস্থার আশ্বাসে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা৷(#Roadblocks)

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page