হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ফিরে পেতে মালদায় জড়ো হলেন ৫০০ শিল্পী
top of page

হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ফিরে পেতে মালদায় জড়ো হলেন ৫০০ শিল্পী

বুধবার পশ্চিমবঙ্গ আদিবাসী ও লোকশিল্পী সংঘের পুরাতন মালদা থানা ইউনিটের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল৷ লোকশিল্প ও লোকশিল্পীদের বাঁচিয়ে রাখতে বালা সাহাপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হয়৷ সংগঠনের মালদা জেলা সম্পাদক অদ্বৈত বিশ্বাস জানান, বর্তমানে আদিবাসী লোকসংস্কৃতি হারিয়ে যাওয়ার মুখে। চরম দুর্দশায় রয়েছেন শিল্পীরাও৷ এই শিল্প ও শিল্পীদের বাঁচিয়ে রাখতে আজ এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ এদিনের সম্মেলনে প্রায় ৫০০ লোকশিল্পী অংশ নিয়েছেন৷ শোভাযাত্রা সহকারে সাহাপুর এলাকা প্রদক্ষিণ করে বালা সাহাপুর মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে সম্মেলন শুরু হয়।



বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page