top of page

হাতুড়ের হাত থেকে রোগীকে বাঁচালেন মেডিকেলের ডাক্তাররা

পরিকাঠামো ছাড়াই হার্নিয়ার অপারেশন করার অভিযোগ উঠল এক হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় ওই হাতুড়ে ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মালদা মেডিকেল কলেজের শল্য চিকিৎসক পার্থপ্রতীম মণ্ডল।


হাতুড়ের হাত থেকে রোগীকে বাঁচালেন মেডিকেলের ডাক্তাররা

রতুয়ার চাঁদমনি রসুনাগন্ড এলাকার বাসিন্দা গোমানি বিশ্বাস। বেশ কিছুদিন ধরেই ওই প্রবীণ সমস্যায় ভুগছিলেন। তাঁর পরিবারের লোকজন তাঁকে নিয়ে যান স্থানীয় একটি ওষুধের দোকানে। সেখানে চিকিৎসা করেন ডাক্তার বেড়া নামক এক হাতুড়ে ডাক্তার। ওই বৃদ্ধের ছেলে মনিরুল বিশ্বাস জানান, ডাক্তার বেড়া তাঁর বাবার হার্নিয়ার অপারেশন করে। অপারেশনের পর গত শুক্রবার বাবার পেটে অসহ্য ব্যথা শুরু হয়। আমরা ঐ ডাক্তারকে ফোন করি। কিন্তু তিনি বলেন, তিনি বাইরে আছেন ও বাবাকে মালদা মেডিকেলে ভরতি করতে বলেন। সেই মত আমরা বাবাকে মালদা মেডিকেল কলেজে ভরতি করি। গতকাল রাতে মেডিকেল কলেজে পুনরায় বাবার অপারেশন হয়েছে। মালদা মেডিকেল কলেজের শল্য চিকিৎসক পার্থপ্রতীম মণ্ডল জানান, আমরা জানতে পারি রতুয়ার চাঁদমনি রসুনাগন্ড এলাকার মিঃ বেড়া নামে এক চিকিৎসক কোনোরকম পরিকাঠামো ছাড়াই একটি ওষুধের দোকানের পেছনে হার্নিয়ার মত এত বড়ো একটা অপারেশন করে দেন। এত বড়ো একটা অপারেশন কোনো পরিকাঠামো ছাড়া করার অর্থ মৃত্যুকে ডেকে আনা। ওই অপারেশনে বৃদ্ধর মৃত্যু পর্যন্ত ঘটতে পারত। এভাবে অপারেশন করা আমরা মনে করি অপরাধ। অ্যাটেম্পট টু মার্ডার। তাই ইংরেজবাজার থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। রতুয়া ব্লক মেডিকেল অফিসারকেও লিখিত জানানো হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ছবিটি প্রতীকী।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page