top of page

আইন অমান্য, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বামেদের

Updated: Mar 10, 2023

কৃষকের ফসলের ন্যায্য দামের, কৃষিঋণ মুক্তির ও শ্রমিকদের ন্যায্য মজুরীর দাবিতে বাম সংগঠনগুলির শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে একযোগে আইন অমান্য আন্দোলনে সামিল হয়। সকালে এক মিছিল রথবাড়ি থেকে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ইংরেজবাজার থানার সামনে জমায়েত হয়। এই আইন অমান্য কর্মসূচীর নেতৃত্ব দেন হবিবপুরে সিপিএম বিধায়ক খগেন মুরমু, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, বামফ্রন্টের জেলা আহ্বায়ক অম্বর মিত্র, সিটু নেতা নুরুল ইসলাম সহ বিভিন্ন বাম নেতৃবৃন্দ। মিছিলটি ইংরেজবাজার থানার সামনে পৌঁছলে উপস্থিত বাম নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়।


বিক্ষোভকারীদের সামাল দিতে পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ করেন সিপিএম নেতা বিশ্বনাথ ঘোষ। তিনি জানান, বিনা প্ররোচনায় বাম কর্মীদের উপর লাঠিচার্জ করা হয়েছে, এতে বেশ কিছু বাম সমর্থক আহত হয়েছে। পুলিশ তাঁদের দুই কর্মী-সমর্থককে গ্রেফতার করেছে। অবিলম্বে তিনি তাঁদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন। এদিকে বাম কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির সময় এক মহিলা পুলিশ কর্মী আহত হন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ভিডিয়োঃ কৃতাঙ্ক

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page