মক ড্রিল নিয়ে প্রশাসনের ভূমিকায় সন্তুষ্ট নন বিধায়ক
- আমাদের মালদা ডিজিট্যাল
- 6 minutes ago
- 1 min read
কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পরই বাংলার ৩১টি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। ৭ মে সেই জায়গাগুলিতে অসামরিক প্রতিরক্ষা দপ্তরকে দিয়ে মক ড্রিলের আয়োজনের নির্দেশিকাও দিয়েছিল কেন্দ্র। কিন্তু বুধবার মালদায় তেমন কোনও মহড়ার আয়োজন করা হয়নি৷ এনিয়ে বৃহস্পতিবার জেলা পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় তুলেছেন ইংরেজবাজারের বিধায়ক।
এদিন মালদা শহরের একটি হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন শ্রীরূপা। তিনি বলেন, গতকাল আমি মুর্শিদাবাদের নিমতিতা থেকে শুরু করে সামশেরগঞ্জ, ধুলিয়ান, বৈষ্ণবনগর হয়ে ইংরেজবাজার পর্যন্ত পরিদর্শন করেছি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বলা হয়েছিল, বুধবার মক ড্রিল হবে৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে সাধারণ কীভাবে নিজেদের নিরাপত্তা দেবেন তা বোঝাতেই এই নির্দেশিকা ছিল৷ দুর্ভাগ্যবশত যত এলাকা পরিদর্শন করেছি, কোথাও মক ড্রিলের আয়োজন আমি দেখতে পাইনি৷ মালদা জেলাকে বলা হয় গেটওয়ে অফ নর্থ ইস্ট৷ এটা খুব স্ট্র্যাটেজিক জেলা৷ এমন একটি স্ট্র্যাটেজিক জেলায় প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশিকাকে মানেননি৷ মনে হল সাধারণ নাগরিকদের জীবন নিয়ে পুলিশ কিংবা প্রশাসনের কোনও চিন্তাভাবনা নেই৷ আমরা কাউকে ভয় দেখাতে বলছি না৷ আমরা শুধু বলছি প্রস্তুতিকরণটা প্রয়োজন৷

শ্রীরূপা আরও জানান, রাজ্যে আমরা বিরোধী হওয়ায় আমাদের প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না। তাই প্রশাসনকে বার্তা দিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে হল। আমরা চাই, যুদ্ধকালীন পরিস্থিতির জন্য সাধারণ মানুষকে প্রশিক্ষিত করা হোক।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות