ফের বিদেশ যাত্রায় মালদার আম
ফের বিদেশ যাত্রায় মালদার আম। প্রথম পর্যায়ে জিআই প্রাপ্ত হিমসাগর যাচ্ছে লন্ডন ও দুবাইয়ে। আগামী সপ্তাহ থেকেই প্রায় ১৩ মেট্রিক টন আম রপ্তানির প্রক্রিয়া শুরু করা হবে। গত বছর থেকে শিক্ষা নিয়ে রাসায়নিক সার ব্যবহার না করার কারণে এবছর মালদার আমের বিদেশ যাত্রার সুযোগ মিলেছে বলে দাবি করেছেন মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি।
উল্লেখ্য, গত বছর মালদার আম চাষিরা অতিরিক্ত রাসায়নিক সার ও কেমিক্যাল কীটনাশক ব্যবহার করে ফেলেছিলেন। সেই কারণে গত বছর মালদার আম বিদেশে রপ্তানি করা যায়নি। এতে যেমন চাষিদের মুনাফা কমে গিয়েছিল, তেমনই জেলার অর্থনীতিতেও প্রভাব পড়েছিল। গত বছর থেকে শিক্ষা নিয়ে জেলা প্রশাসন, উদ্যানপালন দপ্তর ও ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন প্রথম থেকেই কয়েকজন চাষিকে চিহ্নিত করে প্রস্তুত করেছিলেন। ওই চাষিরা কেউ এবার রাসায়নিক সার কিংবা কেমিক্যাল কীটনাশক প্রয়োগ করেননি।
মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, মালদার আম জগৎ বিখ্যাত। কিন্তু আমচাষিদের অজ্ঞতার জন্য গত বছর মালদার আম বিদেশে রপ্তানি করা যায়নি৷ গত বছর চাষিরা অতিরিক্ত রাসায়নিক সার আর কীটনাশকের ব্যবহার করে ফেলেছিলেন৷ এবার মরশুমের শুরু থেকেই আমরা সতর্ক ছিলাম৷ কিছু চাষির বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আম উৎপন্ন করার উদ্যোগ নিয়েছিল জেলা প্রশাসনও। জেলা উদ্যানপালন দফতরের ডেপুটি ডিরেক্টর ও শিল্প দফতরের জেনারেল ম্যানেজারের সহযোগিতায় এবার মালদায় কিছু চাষি নিজেদের বাগানে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আম চাষ করেছেন। সেই আগমগুলিকে বিদেশে রপ্তানি করা হচ্ছে। প্রথম দফায় ১৩ মেট্রিক টন আম লন্ডন ও দুবায়ে হিমসাগর আম পাঠানো হচ্ছে। পরবর্তীতে ইউরোপিয়ান দেশগুলিতেও আম রপ্তানির পরিকল্পনা রয়েছে। এতে রপ্তানিকারকদের পাশাপাশি আমচাষিরাও অতিরিক্ত মুনাফা পাবেন। এয়ার কার্গোতে ১৩ মেট্রিক টনের বেশি মাল পাঠানো যায় না৷ তাই দফায় দফায় বিদেশে আম পাঠাতে হবে৷ বাগান থেকে বিমানবন্দর পর্যন্ত আম পৌঁছতে যাতে কোনোরকম সমস্যা না দেখা দেয়, সেদিকে প্রশাসন নজর দিচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments