top of page

দুই যুবকের মৃতদেহ উদ্ধার ওল্ড মালদায়

জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদায়৷ মৃতদেহ দুটি উদ্ধার করতে এসে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পরে মালদা থানার পুলিশ৷ পরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।



মৃত দুই যুবকের নাম উজ্জল চৌধুরি (১৭) ও কিরণ কর্মকার। দুজনেরই বাড়ি ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডে। আজ সকালে পুরাতন মালদার ডিসকো মোড় সংলগ্ন একটি আমবাগানে দুই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা৷খবর ছড়িয়ে পড়তেই আমবাগানে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ৷ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা৷ পরে মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় মালদা থানার পুলিশ৷


স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকার খুন হয়েছে৷ মাদক সেবন বা বেটিং সংক্রান্ত ঝামেলায় ওই দুই যুবক খুন হয়ে থাকতে পারে৷ এলাকায় একের পর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা৷

1 comentário


Pradyut Susmita Das
Pradyut Susmita Das
04 de mai. de 2019

disco more theke Raipur puro eriea ta police er najordari aro beshi kore dorkar ...

Khyber ghatona Kichu din antar e sunte Pai ..


Curtir

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page