জোড়া মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদায়৷ মৃতদেহ দুটি উদ্ধার করতে এসে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পরে মালদা থানার পুলিশ৷ পরে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
মৃত দুই যুবকের নাম উজ্জল চৌধুরি (১৭) ও কিরণ কর্মকার। দুজনেরই বাড়ি ইংরেজবাজারের ১২ নম্বর ওয়ার্ডে। আজ সকালে পুরাতন মালদার ডিসকো মোড় সংলগ্ন একটি আমবাগানে দুই যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা৷খবর ছড়িয়ে পড়তেই আমবাগানে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মালদা থানার পুলিশ৷ঘটনাস্থল থেকে মৃতদেহ নিয়ে যেতে বাধা দেয় স্থানীয় বাসিন্দারা৷ পরে মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় মালদা থানার পুলিশ৷
স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও এলাকার খুন হয়েছে৷ মাদক সেবন বা বেটিং সংক্রান্ত ঝামেলায় ওই দুই যুবক খুন হয়ে থাকতে পারে৷ এলাকায় একের পর খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয় বাসিন্দারা৷
disco more theke Raipur puro eriea ta police er najordari aro beshi kore dorkar ...
Khyber ghatona Kichu din antar e sunte Pai ..