top of page

ঘুমন্ত ভাইকে ধারালো অস্ত্রের কোপ, অভিযোগ দাদার দিকে

ঘুমন্ত অবস্থায় ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ভাই বর্তমানে মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। গতকাল গভীর রাতে পুরাতন মালদার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের চর কাদিরপুরে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত।



আক্রান্ত ব্যক্তির নাম ললিত মণ্ডল (৪০)। পেশায় তিনি মৌমাছি ব্যবসায়ী। স্ত্রী চন্দনা মণ্ডল গৃহবধূ। তাঁদের দুই ছেলেমেয়ে। অভিযোগ, গতকাল রাতে শোওয়ার সময় ললিত মণ্ডলের দাদা মাঙ্গুর মণ্ডল ধারালো অস্ত্র নিয়ে ললিতের ওপর হামলা চালায়। চিৎকারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় মাঙ্গুর। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে ভর্তি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন মানসিক ভারসাম্যহীনের মত আচরণ করেছিলেন মাঙ্গুর। তবে এই ঘটনার পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলেও অনুমান স্থানীয়দের।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page