top of page

মালদায় আবার কফিন বন্দি শ্রমিকের দেহ ফেরত এল

ভিনরাজ্যে কাজে গিয়ে ফের মৃত্যু হল শ্রমিকের। বৃহস্পতিবার সকালে ওল্ড মালদার মহিষবাথানি অঞ্চলে কফিন বন্দি হয়ে ফিরল ওই শ্রমিকের মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে।


গত রবিবার বিকেলে টাওয়ারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তিনমাস আগে টাওয়ারের কাজে সেকেন্দ্রাবাদে গিয়েছিলেন ওল্ড মালদার মহিষবাথানির গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা বাবলু বাস্কে (৩৭)। তাঁর দুই ছেলে-মেয়ে। আর্থিক উপার্জনের জন্য ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন তিনি। গত রবিবার বিকেলে টাওয়ারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এদিন মৃতদেহ কফিন বন্দি হয়ে গ্রামে ফিরতেই শোকে ভেঙে পড়ে পরিবারের লোকজন। একই সঙ্গে গ্রামে কাজ না থাকা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের একাংশের মধ্যে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page