top of page

মৃতদেহ নড়ে ওঠার গুজব, হাসপাতালে ভাঙচুর

এক যুবকের মৃত্যুতে গুজবের জেরে হাসপাতাল ভাঙচুরের ঘটনা ঘটল ওল্ড মালদায়৷ কিছুক্ষণ আগে ঘটনাটি ঘটেছে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে৷ মৃত যুবকের নাম নারায়ণ পাল (৩৫)৷ বাড়ি স্বাস্থ্যকেন্দ্র লাগোয়া ওল্ড মালদা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুরে৷



আজ নারায়ণবাবুর ছেলের অন্নপ্রাশন হওয়ার কথা ছিল৷ তার জন্য বাড়িতে প্যান্ডেল তৈরি হয়৷ গতকাল সেই প্যান্ডেলে ফ্যানের ইলেকট্রিক সংযোগ করছিলেন তিনি৷ সেই সময় তিনি তড়িতাহত হন৷ ঘটনাস্থলেই মারা যান নারায়ণবাবু৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় বাড়ির পাশে মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রে৷ সেখানে দুজন ডাক্তার তাঁর চিকিৎসা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পরিবারের লোকজন তাঁর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যান৷


পরিবারের লোকজনের দাবি, বাড়িতে নারায়ণবাবুর মৃতদেহ নড়াচড়া করে৷ সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেলে৷ সেখানেও তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ এদিকে, নারায়ণবাবুর মৃতদেহ নড়ে ওঠার গুজব মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এলাকায়৷ ক্ষিপ্ত জনতা চড়াও হয় মৌলপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে৷ তাদের অভিযোগ, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে নারায়ণবাবুকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তাঁর যথাযথ চিকিৎসা হয়নি৷ উত্তেজিত জনতা ভাঙচুর করে স্বাস্থ্যকেন্দ্র৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালদা থানার পুলিশ৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page